
লাল দর্পণ ।। ১৪ আগস্ট মঙ্গলবার লালমনিরহাটে মুক্তিযুদ্ধ জাদুঘরের ভিত্তিফলক উন্মোচন করা হয়েছে। সদর উপজেলার তিস্তা সেতু সংলগ্ন এলাকায় শহীদ আফজাল হোসেন পার্ক মোড়ে মুক্তিযুদ্ধের নির্দশন সম‚হ সংরক্ষণের জন্য মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ কাজের এ ভিত্তিফলক উন্মোচন করেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবু সালেহ মো: সাঈদ দুলাল।
এ উপলক্ষে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এস এম জাকিউর রহমান এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ প্রমুখ। এতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধি সুধীমহল উপস্থিত ছিলেন।