
লাল দর্পণ।। বিএমএসএস এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলমগীর অনু কে থানায় চায়ের দাওয়াত দিয়ে ডেকে নিয়ে কথিত মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৭ আগষ্ট রবিবার বিকেলে লালমনিরহাট জেলাধীন “কালীগঞ্জ প্রেসক্লাব” এর সামনে লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির আয়োজন উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আহবায়ক ওসমান গনি, লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুস আলী, লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবুল, সহ সভাপতি রকিবুল হাসান রিপন, হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংবাদিক অনুর সহধর্মিণী শাহানাজ পারভীন রিনা প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউজ বাংলার সাংবাদিক সাজু , লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক হাসমত আলী, অর্থ সম্পাদক পরিমল চন্দ্র বসুনিয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মিঠু মুরাদ, উপপ্রচার সম্পাদক মিনহাজ পারভেজ, সাংবাদিক অনুর আত্মীয় স্বজনসহ এলাকাবাসী।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা নূর আলমগীর অনুকে থানায় ডেকে নিয়ে মামলা দেখিয়ে গ্রেপ্তার সহ দেশের বিভিন্ন প্রান্তে হয়রানির শিকার গনমাধ্যম কর্মীদের হয়রানি বন্ধ করে অন্যায়কারীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। সেই সাথে দ্রুত সাংবাদিক সুরক্ষা বিশেষ আইন ঘোষণার দাবী জানান।