লালমনিরহাটের কালীগঞ্জে ICT4E আম্বাসেডরদের মিলনমেলা। ৬ জনকে বিভাগীয় সম্মাননা স্মারক প্রদান

লাল দর্পণ।। ২৫ জানুয়ারি শুক্রবার লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলাধীন করিম উদ্দিন আহমেদ পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে দিন ব্যাপী ICT4E আম্বাসেডরদের মিলনমেলা ‘‘স্বপ্ন সত্যির আসর- ২০১৯’’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান এর সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ICT4E রংপুর ফোরাম এর সভাপতি মিজানুর রহমান।

মিলনমেলায় স্বপ্নদ্রষ্টা অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের a2i এর সংযুক্ত কর্র্মকর্তা ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ কবির হোসেন ও টেকনোলজি এক্সপার্ট মোহাম্মদ রফিকুল ইসলাম, রংপুর টিটিসি’র সহযোগী অধ্যাপক গোলাম আহমেদ ফারুক, ঢাকা কলেজের সহকারী অধ্যাপক আমিনুর রহমান, লালমনিরহাট সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার লিপিকা দত্ত প্রমুখ। মোবাইল ফোনে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন পাবলিক সার্ভিস কমিশন (পি.এস.সি) এর সম্মানিত সদস্য হামিদুল হক মন্টু। এর আগে করিম উদ্দিন আহমেদ পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করে অতিথি বৃন্দ ও আম্বাসেডরদের দৃষ্টি আকর্ষণ করেন। পরে এক মুক্ত আলোচনায় আম্বাসেডররা শিক্ষাক্ষেত্রে ICT এর প্রয়োগ এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধানের বিষয় তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৬ জনকে রংপুর বিভাগীয় সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক প্রাপ্তরা হলেন- ড. আশরাফুজ্জামান মন্ডল (মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ), লিপিকা দত্ত (শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার), রফিকুল ইসলাম (ইংরেজি ভাষায় অবদান), নাসিরুল মন্ডল (স্বেচ্ছা সেবক), কুমার বিশ্বজিৎ বর্মন (সফটওয়ার), সজিব কুমার বর্মন (উদ্ভাবক)।

মিলনমেলায় রংপুর বিভাগের ৮ জেলার ২২৫ জন আম্বাসেডর এবং লালমনিরহাট জেলায় কর্মরত উপজেলা মাধ্যমিক অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজিত এ মিলনমেলার সার্বিক সমন্বয়ক ছিলেন করিম উদ্দিন আহমেদ পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদ।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম