
লাল দর্পণ।। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট শামছুদ্দিন-কমরউদ্দিন কলেজের দর্শন বিভাগের প্রভাষক হেলাল উদ্দিনের (৫০) অকাল মৃত্যুতে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট বুধবার সকালে শোক র্যালিটি কলেজ প্রাঙ্গন থেকে বের হয়ে চাপারহাটের বিভিন্ন গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে। পরে কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সহকারী অধ্যাপক মোস্তফা হাসান আঙ্গুর, ধীরেন্দ্র নাথ বর্মণ, প্রদীপ কুমার পাল, হাফিজুর রহমান, মাওলানা আব্দুস সামাদ, প্রভাষক শাহজাহান আলী, বদরুল ইসলাম, তৌহিদা তাসলিম, আবু সুফিয়ান, মিজানুর রহমান মিলন, আনিছুর রহমান লাডলা বক্তব্য রাখেন।
র্যালি ও আলোচনা সভায় কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ অংশ নেন।
প্রভাষক হেলাল উদ্দিনের অকাল মুত্যৃতে শামছুদ্দিন-কমরউদ্দিন কলেজ কর্তৃপক্ষ, কলেজের সভাপতি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, সাবেক এমপি সালেহ উদ্দিন আহমেদ হেলাল, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুল, চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।