
লাল দর্পণ।। ২৬ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মাদক বিরোধী সমাবেশ ও পলাতক মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আয়োজিত মাদক বিরোধী এ সমাবেশে এলাকার চিহ্নিত ৮ জন মাদক ব্যবসায়ী আতœসমার্পণ করেন। এরা হলেন খামারভাতী এলাকার খবির উদ্দিন (৫৫) পিতা মোকছেদ আলী, হাফিজুর (৩০) পিতা মৃত করিম বকস্, মোফাজ্জল (৩৬) পিতা সৈয়দ মোস্তফা, রবিউল (২৮) পিতা মৃত জয়নাল, বাবলু (৪৫) এবং সাবলু (৫০) পিতা মৃত বছর উদ্দীন, লতাবর এলাকার শাহিনুর লাল (২৫) ও ফারুক (৩০) পিতা লুৎফর রহমান। এসময় তারা মাদক ব্যবসা ছেড়ে সাধারণ জীবন যাপনের অঙ্গীকার করেন।
চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক থেকে সরে আসুন। আজকে যারা আতœসমার্পণ করেছেন তাদেরকে সবাই দোয়া করে দেন যাতে করে তারা সুস্থ ও সুন্দর জীবন যাপন করতে পারেন। বাকী যারা মাদক ব্যবসা করছেন তারাও আতœসমার্পণ করেন। যদি কোন আর্থিক সহযোগীতা বা কর্মসংস্থানের প্রয়োজন হয় আমাকে বলবেন আমি ব্যবস্থা করে দিবো। তিনি বলেন, যারা এ এলাকায় গোপন ভাবে মাদক ব্যবসা করছেন যদি আজকের পরও না ছাড়েন তাহলে প্রত্যেকের দরজায় কড়া নাড়বো। মাদকের বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না, সে যেই হোক।