
লাল দর্পণ।। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে লালমনিরহাটের কালীগঞ্জে ২জন বাংলাদেশি নিহত হয়েছেন। ১২ নভেম্বর শুক্রবার ভোর ৫টার দিকে কালীগঞ্জ উপজেলাধীন বুড়িরহাট বিজিবি ক্যাম্পের আওতায় বলাইরহাট বাজারের ৫০ মিটার পূর্ব-উত্তরে মেইন সীমানা পিলার ৯১৭ এর সাব পিলার ৯১৭/৩ এর কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের পুত্র ইদ্রিস আলী (৪৮) ও আলতাফ হোসেনের পুত্র আসাদুজ্জামান ভাসানী (৪৩)।
এলাকাবাসী জানায়, গরু চোরাকারবারিরা ভারতের কাঁটাতারের বেড়ার কাছে বাঁশের চড়কী স্থাপন করে গরু পারাপার করছিল। এসময় ভারতের কোচবিহার জেলার সিতাই থানার গুঞ্জড়ীর চড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালালে তারা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
সংশ্লিষ্ট বর্ডার এলাকায় বিজিবি সদস্যের টহল জোরদার রয়েছে।