লালমনিরহাটের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে ভাঙ্গা হলো কলেজ শিক্ষিকার বাড়ীর সীমানা প্রাচীর

মোঃ আদুর রাজ্জাক।। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের কলেজ শিক্ষিকা তাবাসসুম রায়হান মুসতাজির তামান্না। বাড়িতে বিধবা বৃদ্ধা মাকে নিয়ে বসবাস করেন। চারদিকে সীমানা প্রাচীরে ঘেরা সুরক্ষিত বাড়ি। জমি সংক্রান্ত পুর্ব শত্রুতার জের ধরে ৮০ ফুটের বেশি ভেঙ্গে দেয়া হয়েছে। এতে নানাবিধ সমস্যা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই কলেজ শিক্ষিকার পরিবার।

বাড়ীর সীমানা প্রাচীর প্রকাশ্যে ভেঙ্গে দেওয়ায় নিরুপায় হয়ে পড়েছেন কলেজ শিক্ষিকা তাবাসসুম রায়হান মুসতাজির তামান্না ও তার বিধবা বৃদ্ধা মা। বৃষ্টি আসলেই বাড়ীর ভেতর গড়িয়ে আসছে পানি। রয়েছে বাড়ী চুরির ভয়। সবমিলিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এ পরিবারটি।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামে জমি সংক্রান্ত পুর্ব শত্রুতার জের ধরে গ্রামের কয়েকজন প্রকাশ্যে বাড়ীর সীমানা প্রাচীর ভেঙ্গে দেয় দাবি ঐ কলেজ শিক্ষিকার। তারা দেয়ালের অনেক ইটও চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ১০জনকে আসামী করে থানায় মামলাও হয়েছে। এতে অভিযুক্তরা আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠেছেন।

গ্রামবাসি বাড়ীর সীমানা প্রাচীর ভাঙ্গার দৃশ্য দেখেছিলেন। বাঁধা দেয়ার চেষ্টাও করেছিলেন। তবে এ ঘটনার সাথে জড়িতদের দাবি কলেজ শিক্ষিকার বাড়ীর সীমানা প্রাচীর আপনা-আপনি ভেঙ্গে পড়েছে। এ ঘটনায় গ্রামবাসি কয়েকজনকে মামলায় ফাঁসিয়ে মিথ্যে হয়রানি করা হচ্ছে বলে তারা জানান।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন লাল দর্পণকে বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। তদন্ত চলছে।

কলেজ শিক্ষিকার বাড়ীর সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তার পক্ষের লোকজনের সাথে অভিযুক্তদের যে কোন সময় বাকবিতন্ডা ও সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম