
লাল দর্পণ।। লালমনিরহাটের কালীগঞ্জে অগ্নিকান্ডে ৩টি পরিবারের বাড়ি-ঘর, ধান-চাউল, গবাদি পশু ও নগদ অর্থসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ৩০ মার্চ মঙ্গলবার ভোরে উপজেলার গেগড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, ৩০ মার্চ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে কালীগঞ্জ উপজেলার গেগড়া গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে প্রথমে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা কিছুক্ষণের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ সময়ের মধ্যে ৩টি পরিবারের বাড়ি-ঘর, ধান-চাউল, গবাদি পশু ও নগদ অর্থসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
৩০ মার্চ দুপুরেই কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়িগুলো পরির্দশন করেছেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে প্রয়োজনীয় সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।