লালমনিরহাটের কালীগঞ্জে বেড়ে চলছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী’র সংখ্যা

সোহেল রানা, স্টাফ রিপোর্টার || নির্বাচন কমিশন ঘোষিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের দৌড় ঝাপ বাড়ার সাথে সাথে বেড়ে চলছে লালমনিরহাটের কালীগঞ্জে সম্ভাব্য প্রার্থীর সংখ্যাও। প্রার্থীদের অনুগত কর্মী সমর্থকদের সোস্যাল মিডিয়ায় দোয়া ও সমর্থন চেয়ে দেয়া বিভিন্ন বাহারী স্ট্যাটাসে প্রচার পাচ্ছে প্রার্থী হওয়ার বিষয়টি। কোন কোন প্রার্থী তাদের প্রার্থীতা জানান দিতে আলাপ আলোচনাও চালিয়ে যাচ্ছেন ভোটারদের সাথে।

ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহির তাহু, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক ও চলবলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও রংপুর সরকারী কলেজের সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম প্রমূখ।

প্রত্যেকেই দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী বলে কর্মী সমর্থকদের নিকট তুলে ধরে আগামীর কর্ম পরিকল্পনা ঠিক করছেন তারা।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম