
লাল দর্পণ।। ১৩ আগস্ট সোমবার লালমনিরহাটের কালীগঞ্জে ৩০ কেজি গাঁজা ও পাথর বোঝাই ট্রাকসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
সকালে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেনের নেতৃত্বে উপজেলার কাব্যদিগন্ত ফিলিং স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার কোনাবাড়ী গ্রামের মৃত শরিফ শেখের ছেলে রাকিব (২১) এবং আদিতমারী উপজেলার ভাদাই বশিনটারী গ্রামের আশরাফ আলীর ছেলে ইয়াছিন আলী (২০)।
কালীগঞ্জ থানা সুত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র পাথর বহনকারী একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ন-১৫-২০৭৩) ৩০ কেজি গাঁজা নিয়ে যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই সাইদুল সহ উপজেলার কাব্যদিগন্ত ফিলিং স্টেশনে ট্রাকটির গতিরোধ করে তল্লাশি চালালে ৩০ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় ট্রাক সহ দুই জনকে আটক করা হয়েছে। আটককৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।