
লাল দর্পণ ।। ২০ আগস্ট সোমবার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারে নিরিবিচ্ছন্ন বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও জনতা।
দু’ঘন্টা ব্যাপী মহাসড়ক অবরোধ থাকায় উভয় পার্শে¦ শতাধিক যানবাহন আটকা পড়ে। জনদুর্ভোগে পড়েন ঈদে ঘরমুখি সাধারণ মানুষ।
শিক্ষার্থীরা জানান, প্রচন্ড গরমের সাথে গত কয়েক সপ্তাহ ধরে বিদ্যুতের ঘন ঘন লোডসেডিংয়ে অতিষ্ট সাধারণ মানুষ। তিন ঘন্টা পরে বিদ্যুতের দেখা মিলে মাত্র ১০ মিনিটের জন্য। এর সাথে নতুন করে যুক্ত হয়েছে লো-ভোল্টেজ। সারা দিন বিদ্যুতহীন থাকলেও সন্ধ্যায় পড়াশুনার পুরো সময় জুড়ে বিদ্যুতের লোডসেডিং অব্যাহত থাকে। বিদ্যুতের এ অব্যাহত লোডসেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে কাকিনা উত্তর বাংলা অনার্স কলেজ ও কাকিনা মহিমারঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করে মিছিল করেন। এসময় উভয় পাশের্^ প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে।
অবরোধের খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। কিন্তু তাতেও অবরোধ বন্ধ করা সম্ভব হয়নি। কালীগঞ্জ থানা পুলিশ দফায় দফায় শিক্ষার্থীদের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।