
লাল দর্পণ।। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ২৭ জুলাই শুক্রবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে ১০ যুবককে আটক করেছে। আটককৃতরা হলেন- মোমিনুল (২৫), মজমুল (২৫), লাল মিয়া (৩০), বাবলু (৩৫), মনিরুল (২৮), পাপ্পু (২২), বাচ্চু মিয়া (৩০), শামসুল (২৭), আসাদুল (২৯) এবং লাভলু (৩০)। তাদের বাড়ি কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন জানান, শুক্রবার দিবগত রাতে প্রকাশ্যে জুয়া খেলছেন এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই ১০ যুবককে গ্রেফতার করে। শনিবার দুপুরে আটকদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।