কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ১৬০ বছর পূর্তি উদযাপন

লাল দর্পণ।। ৩১ জুলাই মঙ্গলবার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলাধীন কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ১৬০ বছর পূর্তি নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বর্ণিল সাজ আর বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রায় অংশ নেন।
আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশাদুজ্জামান আশা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি তাহির তাহু। বিশেষ অতিথি ছিলেন কাকিনা মহিমারঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সদস্য ফারুক হোসেন, ইসমাইল হোসেন, হাসান আলী, আব্দুলাহ আল মামুন,সদস্য,নাজনীন রহমান। বিদ্যালয়ের ১৬০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র-ছাত্রী ও পরিচালনা পর্ষদের সদস্যদের সম্মননা পুরুস্কার প্রদান করা হয়।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম