
লাল দর্পণ।। লালমনিরহাটের আদিতমারীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৩০ (এক শত ত্রিশ) বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
৩১ জানুয়ারী শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এবং গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে জেলার আদিতমারী থানাধীন সাপ্টিবাড়ী ইউনিয়নের খাতাপাড়া এলাকায় দৌলা ফিলিং ষ্টেশন এর সামনে পাকা রাস্তার উপর অভিযানের সময় নীল ও হলুদ রংয়ের ঢাকা মেট্রো নং- ২০৯১২৮ পিকআপে তল্লাশী চালিয়ে এ মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
এসময় ২জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ রোকন উদ্দিন (২৭) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনশ্যাম গ্রামের আব্দুল মোতালেবের ছেলে এবং মোঃ শাহিন (২২) একই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের হরেরাম গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
এ বিষয়ে আদিতমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলা নং- ১ তারিখ- ০১/০২/২০২৫ ইং। আসামী ২জনকে ১লা ফেব্রুয়ারী শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।