
লাল দর্পণ।। ১০ আগস্ট শুক্রবার সকাল ১১টায় লালমনিরহাট জেলার আদিতমারীতে মিনা বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে আদিতমারী থানা পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী মোস্তফা আলীসহ তার পরিবারের লোকজন আত্মগোপন করেছে।
নিহতের পারিবার সুত্রে জানা যায়, মোস্তফা আলীর প্রথম স্ত্রী মায়া বেগম ও তার দ্বিতীয় স্ত্রী মিনা বেগমের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। সম্প্রতি মোস্তফা ও তার প্রথম স্ত্রী মায়া মিলে দ্বিতীয় স্ত্রী মিনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে নির্যাতন শুরু করে। এ ব্যাপারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শুক্রবার বিকালে বৈঠকের দিন ধার্য করেন। কিন্তু শুক্রবার সকালেই স্থানীয়রা মিনার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী মোস্তফা আলীসহ তার পরিবারের লোকজন আত্মগোপনে রয়েছে।
গৃহবধূ মিনার মৃত্যুর বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানিয়েছেন।