লালমনিরহাটের আদিতমারীতে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষক গ্রেফতার

লাল দর্পণ।। ২৪ জুলাই মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ২য় শ্রেণীর এক স্কুলছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির হোসেন (৩৩) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি একই ইউনিয়নের তালুক দুলালী গ্রামের মৃত মোহর উদ্দিনের ছেলে।
যৌনপীড়ন করার অপরাধে ওই ছাত্রীর বাবার দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত সহকারী শিক্ষক আমির হোসেনকে আদালতে প্রেরণ করেছে আদিতমারী থানা পুলিশ।
মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার ফলিমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির হোসেন প্রায় সময়ে স্কুল চলাকালীন ছাত্রীদের শরীরের বিভিন্ন স্থানে হাত দিতেন। বিষয়টি ছাত্রীরা বাড়িতে তাদের বাবা-মাকে জানাতেন। পরে অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের জানাতেন। কিন্তু কেউই বিষয়টি আমলে নেয়নি। পরে অভিভাবকরা বিক্ষুদ্ধ হয়ে উঠেন।
এদিকে ২৩ জুলাই সোমবার সকালে সহকারী শিক্ষক আমির হোসেন বিদ্যালয়ে আসা মাত্রই শতাধিক অভিভাবক ও এলাকাবাসী তাকে ধাওয়া করেন। এসময় ওই শিক্ষক একটি শ্রেনী কক্ষে গিয়ে আশ্রয় নেন। এলাকাবাসী তাকে অবরুদ্ধ করে বিচারের দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে ভেলাবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলতাফ হোসেনসহ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যান। বিষয়টি মীমাংসার চেষ্টা চালিয়েও ব্যর্থ হন স্থানীয় জনপ্রতিনিধিরা। অবশেষে ২য় শ্রেনীর এক ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় শিক্ষক আমির হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম