
লাল দর্পণ।। লালমনিরহাটের আদিতমারীতে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন হয়েছে। “মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি” প্রতিপাদ্য বিষয়কে সামনে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়।
৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে আদিতমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিতমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার নাজমুল সরকার।
এসময় বক্তব্য রাখেন আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম, সহকারী শিক্ষক জাহিদ ইমাম শান্ত , সহকারী শিক্ষক গিরিজা শংকর সেন সপ্রমুখ।
গত এক বছরে ৫৫টি অগ্নিকান্ডের সমাধান, অগ্নিকান্ডের হাত থেকে ৫৬ লক্ষ ৮৫ হাজার টাকা রক্ষা, কালবৈশাখী ঝড়ে ৮টি গাছ কেটে রাস্তা চলাচলের সুযোগ সৃষ্টি করাসহ উল্লেখযোগ্য কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, আদিতমারী।