লালমনিরহাটের আদিতমারীতে আ’লীগের দু’গ্রæপের সংঘর্ষ

সোহেল রানা, স্টাফ রিপোর্টার || আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে ক্ষোভের জেরে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের দু’গ্রæপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অর্ধশতাধিক।

১০ ফেব্রæয়ারি রোববার সকাল সাড়ে ১১টার দিকে আদিতমারী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় সুত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল আলম। অপরদিকে মনোনয়ন বঞ্চিত হন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ সামছুল ইসলাম সুরুজের ছেলে ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর ভাতিজা ইমরুল কায়েস ফারুক। এছাড়াও মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক।

ফলে রফিকুল আলম মনোনয়ন পাওয়ায় অন্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এদিকে দলীয় মনোনয়ন নিয়ে রোববার ঢাকা থেকে রংপুর হয়ে বাড়ি ফিরছিলেন রফিকুল আলম। তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে তার অনুসারীরা সকালে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে গংগাচড়া শেখ হাসিনা সেতুর দিকে যাওয়ার পথে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এলে বিদ্রোহী প্রার্থীর অনুসারীরা পথ রোধ করলে এ সংঘর্ষ বাঁধে ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক আহত হয় এবং ভাংচুর হয় ১০/১২টি মোটর সাইকেল।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম