
লাল দর্পণ।। ৫ এপ্রিল সোমবার লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফরের নেতৃত্ব ও নির্দেশনায় জেলা ব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এসময় নিয়ম ভঙ্গ ও মাস্ক পরিধান না করার অপরাধে ৯৬ জনের জরিমানা করা হয়েছে।
জানা যায়, করোনার সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টিতে লালমনিরহাট জেলা প্রশাসন শুরু থেকেই প্রশংসনীয় ভুমিকা পালন করে আসছে। সরকার ঘোষিত লকডাউন সিদ্ধান্তও যথাযথভাবে প্রতিপালনের জন্য সচেষ্ট রয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে লকডাউনের প্রথম দিন ৫ এপ্রিল সোমবার লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফরের নেতৃত্ব ও নির্দেশনায় জেলা ব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় নিয়ম ভঙ্গ ও মাস্ক পরিধান না করার অপরাধে ৯৬ জনের জরিমানা করা হয় এবং একই সাথে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণার পাশাপাশি মাস্ক বিতরণ করা হয় ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানানো হয়।
এদিন জেলা প্রশাসকের নেতৃত্ব ও নির্দেশনায় জেলা ব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার, লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নাজিয়া নওরীন, সহকারী কমিশনার মাহাবুব আলম মাহাবুব, সহকারী কমিশনার টিএম রাহসিন কবির, সহকারী কমিশনার নয়ন কুমার সাহা, সহকারী কমিশনার ফরিদ-আল-হোসেন, সহকারী কমিশনার আল আমীন হালদার, সহকারী কমিশনার মাহাবুবুর রহমান, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মনসুর উদ্দিন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান, পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ ও সহকারী কমিশনার (ভূমি) পাটগ্রাম রুবেল রানা।