
লাল দর্পণ।। রোটারী ক্লাব অব লালমনিরহাট সেন্ট্রালের উদ্যোগে লালমনিরহাটে পল্লী চিকিৎসকদের মাঝে পালস্-অক্সিমিটার বিতরণ করা হয়েছে। রোটারী ক্লাব অব ধানমন্ডী সেন্ট্রালের সহযোগিতায় ১০ জুলাই শনিবার জেলা সিভিল সার্জন সভা কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে এ পালস্-অক্সিমিটার বিতরণ করা হয়।
করোনা রোগীর অক্সিজেন গ্রহণ সক্ষমতা নিরূপনের জন্য প্রথম পর্যায়ে ১০জন পল্লী চিকিৎসকের মাঝে পালস্-অক্সিমিটার বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব লালমনিরহাট সেন্ট্রালের সভাপতি ডাঃ আমিনুর রহমান মিলন।
পালস্-অক্সিমিটার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক রফিকুল ইসলাম, পল্লী চিকিৎসক এবি সিদ্দিকী, রোটারিয়ান এ্যাড. আঞ্জুমান আরা শাপলা, রোটারিয়ান জোসনা হাকিম প্রমূখ।
এসময় পল্লী চিকিৎসক, রোটারিয়ান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।