রুয়েটে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

রাবি প্রতিনিধি।। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চার দিনব্যাপী ‘ফাউন্ডেশন ট্রেনিং’ শুরু হয়েছে।

২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে এই প্রশিক্ষণের উদ্ধোধন করেন ভিসি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।

জানা যায়, চার দিনব্যাপী এই ফাউন্ডেশন ট্রেনিংয়ে বিভিন্ন বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত মোট ৩৩ জন শিক্ষক অংশগ্রহণ করছেন। প্রথম দিনে প্রধান আলোচক হিসেবে উপ¯ি’ত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (অব.) ড. মোজাহার আলী।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল গোফফার খানের সভাপতিত্বে এবং আইকিউএসি অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. ইমদাদুল হকের সঞ্চলনায় উদ্ধোধনী অনুষ্ঠানে আরো উপ¯ি’ত ছিলেন রুয়েটের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সেলিম হোসেন, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. এন.এইচ.এম কামরুজ্জামান সরকার, পরিচালক ছাত্রকল্যাণ অধ্যাপক ড. রবিউল আওয়াল, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস.এম জহুরুল ইসলাম।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম