রাস্তা ভেঙ্গে নদীসদৃশ খাল। লালমনিরহাটের কালীগঞ্জে চরবৈরাতীবাসীর পারাপারে ভেলাই একমাত্র ভরসা

লাল দর্পণ ।। গত বছরের বন্যায় রাস্তা ভেঙ্গে নদী সদৃশ খালের সৃষ্টি হওয়ায় তা পারাপারে এখন একমাত্র ভেলাই ভরসা লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলাধীন তুষভান্ডার ইউনিয়নের চর বৈরাতির হাজিরহাট এলাকাবাসীর। ক্ষতিগ্রস্থ রাস্তাটি মেরামত না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও এলাকাবাসী সহ হাজার হাজার পথচারী। ফলে উপায়হীন এলাকাবাসী নিজ খরচেই বাঁশ ও ড্রামের সাহায্যে দুটি ভেলা তৈরী করে তা দিয়ে পারাপারের কাজ চালিয়ে নিচ্ছেন।
সরেজমিন দেখা যায়, প্রয়োজনের তাগিদে পথচারীরা ঝুকি নিয়েই ভেলায় উঠে রশি টেনে টেনে এপাড়-ওপাড় হচ্ছেন। স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াত, ব্যবসায়ীদের মালামাল বহন, পণ্য বাজারজাতকরণ, মুমূর্ষ রোগীর জরুরি চিকিৎসা গ্রহণসহ সকল প্রয়োজনে চরাঞ্চলবাসীদের নির্ভর করতে হচ্ছে ওই রাস্তার উপর। ফলে পারাপারের সময় পানিতে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে অহরহ।
এলাকাবাসী জানান, দুর্ভোগের দিনে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা সহ জনপ্রতিনিধিদের কোনো সুদৃষ্টি পাচ্ছেন না তারা।
এ ব্যাপারে তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই এলাকার উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম চরাঞ্চলের এ দুইটি ভাঙ্গা রাস্তায় অতিরিক্ত পানির চাপের ফলে রাস্তা ভরাট করার পরও তা টিকছে না। তবে বর্তমান জনদুর্ভোগ লাঘবে জরুরী উদ্যোগ ব্যবস্থা নেয়া হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ বলেন, পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণে যে দুটি ভাঙ্গা খাল আছে তা আমার নজরে আছে। প্রয়োজনীয় অনুমোদন পেলে দ্রুত কাজ করা হবে।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম