
লাল দর্পণ ।। রাশিয়ার বনাঞ্চলে ব্যাপকভাবে দাবানল ছড়িয়ে পড়েছে। ৭ হাজার ৪শত হেক্টরের বেশি বনাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছে দমকল কর্মীরা।
২২ মে মধ্যরাত থেকে ২৩ হাজার ৬৪৮ হেক্টর এলাকায় ৪৫টি স্থানে দাবানল জ্বলছে। দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আগুন নেভাতে প্রায় ২ হাজার ৫শত জনবল মোতায়েন করা হয়েছে এবং ৫৫০টিরও বেশি সরঞ্জামাদি ব্যবহার করা হচ্ছে। ৩০টির অধিক এয়ারক্রাফ্ট থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে এএফপি’র খবরে জানা গেছে।