
রাবি প্রতিনিধি।। রাজশাহী বিশ^বিদ্যালয়ে দু’দিন ব্যাপি ৪১ তম আন্ত:কলেজ এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শেষ হয়েছে। প্রতিযোগিতায় ৮ বারের অপরাজিত চ্যাম্পিয়ন জিয়াউর রহমান হলকে হারিয়ে ছেলে হলগুলোর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে বিশ^বিদ্যালয়ের শাহ মখদুম হল। ৬ ফেব্রæয়ারি বুধবার সন্ধ্যায় চ্যাম্পিয়ন হলের প্রাধ্যক্ষদের হাতে পুরস্কার তুলে দেন বিশ^বিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান।
জানা গেছে, চ্যাম্পিয়ন শাহ মখদুম হলের পক্ষে শিক্ষার্থীরা মোট ৯টি গোল্ড, ৩টি রৌপ্য ও ৩ টি ব্রোঞ্জ পদক লাভ করেছেন।
এদিকে মেয়ে হলগুলোর মধ্যে টানা তিনবারের মতো এগিয়ে আছে রোকেয়া হল। তারা ৭ টি গোল্ড, ৫ টি রৌপ্য এবং ৩ টি ব্রোঞ্জ পদক পেয়েছে। মেয়ে হলের মধ্যে রানার্স আপ হয়েছে মুন্নুজান হল।
বিশ^বিদ্যালয় শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আরিফুর রহমান বলেন, ১১ টি ছেলে হলের মধ্যে চ্যাম্পিয়ন হওয়াটা অত্যন্ত গর্বের। হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এটি সম্ভব হয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়া শিক্ষার্থীরা কিভাবে আরও ভালো করতে পারে সেদিকে নজর দিব।
এর আগে ৫ ফেব্রæয়ারি থেকে বিশ^বিদ্যালয় স্টেডিয়ামে দু’দিন ব্যাপি এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য। এবারের প্রতিযোগিতায় ছেলেদের ১৯টি ও মেয়েদের ১১টি ইভেন্টে মোট ১৯টি দলের প্রায় ২০০ জন খেলোয়াড় অংশ নেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।