
ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নব নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাককে গণ সংবর্ধনা দেয়া হয়েছে।২৭ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় উপজেলার মডেল স্কুল মাঠ প্রাঙ্গনে এ গণ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ইয়াসিন আলী সাবেক জাতীয় সংসদ সদস্য’র সভাপতিত্বে,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেলিনা জাহান লিটা (সংরক্ষিত) সাবেক সংসদ সদস্য, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দীন , এছাড়াও আরো উপস্থিত ছিলেন রাণীশংকৈল মহিলা আওয়ামী লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান , ঠিকাদার সমিতি সভাপতি আবু তাহের , প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা আনারুল ইসলাম , শ্রমিক নেতা আবুল কালাম , ছাত্র লীগ নেতা তামিম । নব নির্বচিত মেয়রকে ফুল ও ত্রেষ্ট দিয়ে সবর্ধনা জানান কৃষকলীগ, মুক্তিযোদ্ধা মঞ্চ, জাতীয় রিক্সা- ভ্যান শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ।
সংর্বধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।