
লাল দর্পণ।। রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে লালমনিরহাট জেলা জামায়াতের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারি জুম্মার নামাজের পরে কেন্দ্রীয় মজলিসে শূরা ও লালমনিরহাট জেলা আমীর অ্যাডভোকেট মোঃ আবু তাহের এর সভাপতিত্বে ও জেলা সহকারী সেক্রেটারী হাফেজ শাহ আলমের সঞ্চালনায় রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখার দাবিতে বক্তব্য রাখেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী (সম্ভাব্য) জননেতা হারুন অর রশিদ, ইসলামী ছাত্র শিবিরে জেলা সভাপতি মোঃ আবু তালেব প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা দেলওয়ার হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি মোঃ আরিফুল্লাহ বেলাল, জেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো: রেনায়েল আলম, জেলা কর্মপরিষদ সদস্য ও শহর আমীর মাওলানা জয়নাল আবেদীন এবং জেলা শুরা সদস্য ও লালমনিরহাট সদর আমীর প্রভাষক মাহিবুর রহমান প্রমূখ।