রংপুর বিভাগ: করোনায় মৃত্যু ১৫ জন, আক্রান্ত ৩২৬ জন

লাল দর্পণ।। রংপুর বিভাগে ২৪ জুলাই শনিবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১ হাজার ২৯০ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮ জেলায় ৩২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৬ জেলায় একদিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।

এ সময়ে নীলফামারীতে ৪ জন, ঠাকুরগাঁয় ৩ জন, কুড়িগ্রামে ৩ জন, পঞ্চগড়ে ২ জন, দিনাজপুরে ২ এবং রংপুর জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩৪৩ জন। এ নিয়ে বিভাগে ১ লাখ ৯৯ হাজার ১১৬ জনের নমুনা পরীক্ষা করে মোট ৩৯ হাাজার ১শ’ ৪৬ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৮শ’ ২২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২৯ হাজার ২শ’ ৩২ জন রোগী সুস্থ হয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এ বিভাগের ঠাকুরগাঁয় ১০৪, নীলফামারীতে ৫৭, দিনাজপুরে ৪৪, রংপুরে ৩৭, পঞ্চগড়ে ৩০, গাইবান্ধায় ২৪, কুড়িগ্রামে ২১ এবং লালমনিরহাট জেলায় ৯ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের ৫ স্থল বন্দর দিয়ে কোন যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেনি।

রংপুরের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডাক্তার আবু মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ১১ হাজার ৭শ’ ৩ জন আক্রান্ত ও ২৫৪ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৮ হাজার ৫শ’ ৭৭ জন আক্রান্ত ও ১৬৯ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ৫ হাজার ৪শ’ ৩৯ জন আক্রান্ত ও ১৫৭ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধা জেলায় ৩ হাজার ৩শ’ ৫ জন আক্রান্ত ও ৩৮ জনের মৃত্যু হয়েছে। নীলফামারী জেলায় ৩ হাজার ৩৬ জন অক্রান্ত ও ৬৩ জনের মৃত্যু হয়েছে। কুড়িগ্রাম জেলায় ২ হাজার ৮শ’ ৬৯ জন আক্রান্ত ও ৪৫ জনের মৃত্যু হয়েছে। লালমনিরহাট জেলায় ২ হাজার ৪৮ জন আক্রান্ত ও ৪৭ জনের মৃত্যু হয়েছে। পঞ্চগড় জেলায় ২ হাজার ১শ’ ৬৯ জন আক্রান্ত ও ৪৯ জনের মৃত্যু হয়েছে।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম