
লাল দর্পণ।। ১৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত রংপুর বিভাগের ৮ জেলায় একদিনে ৩৭৬ জনের করোনা টেষ্ট করে ৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে কুড়িগ্রাম জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়েছেন ৩৫ জন। এ নিয়ে রংপুর বিভাগে ১ লাখ ১৯ হাজার ৮শ’ ৬৩ জনের করোনা টেষ্ট করে মোট ১৭ হাজার ৯৫ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৩শ’ ২৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১৫ হাজার ৯শ’ ২৬ জন রোগী সুস্থ হয়েছেন।
এ সময়ে রংপুর বিভাগের দিনাজপুরে ১৭, রংপুরে ১৬, গাইবান্ধায় ৬, কুড়িগ্রামে ৫, লালমনিরহাটে ৩, নীলফামারীতে ১, পঞ্চগড়ে ১ এবং ঠাকুরগাঁও জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, এ পর্যন্ত দিনাজপুুর জেলায় মোট ৫ হাজার ১শ’ ২৬ জন আক্রান্ত ও ১শ’ ১৬ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৪ হাজার ৩শ” ৭৩ জন আক্রান্ত ও ৭৪ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৬শ’ জন আক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধা জেলায় ১ হাজার ৬শ’ ৯ জন আক্রান্ত ও ১৯ জনের মৃত্যু হয়েছে। নীলফামারী জেলায় ১ হাজার ৪শ’ ৬৪ জন আক্রান্ত ও ৩৩ জনের মৃত্যু হয়েছে। কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৮৮ জন আক্রান্ত ও ১৭ জনের মৃত্যু হয়েছে। লালমনিরহাট জেলায় ১ হাজার ১৫ জন আক্রান্ত ও ১১ জনের মৃত্যু হয়েছে। পঞ্চগড় জেলায় ৮শ’ ২০ জন আক্রান্ত ও ২০ জনের মৃত্যু হয়েছে।