রংপুরে স্বেচ্ছাসেবী মিলন মেলা- ২০২১ অনুষ্ঠিত

লাল দর্পণ।। রংপুরে স্বেচ্ছাসেবী মিলন মেলা- ২০২১ অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রæয়ারি শুক্রবার রংপুর পানসি কনভেনশন সেন্টারে দিনব্যাপী এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক মেরিনা লাভলীর সভাপতিত্বে আয়োজিত এ মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মোঃ মহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোছাঃ রাজিয়া সুলতানা, রংপুর মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কোতয়ালী থানার সদস্য সচিব আব্দুল কাদের দিদার, কন্ঠ শিল্পী অন্তর রহমান ও ইচ্ছে ফাউন্ডেশনের চেয়ারম্যান তানভীর আহমেদ তুষার।

মিলন মেলায় ইসতিয়াক রহমান রাতুল, মানিক মিয়া, মেসবাহ আলি, মাজহারুল ইসলাম, মোঃ আব্দু্ল লতিফ সরকার, মাছুম মিয়া, সাইমন রাসেল, মো এনামুল হক টিপু, ফাতেমা খন্দকার ন্যান্সি, এম জে রতন, অাব্দুল লতিফ, সোহাগী খাতুন, তানজিল অাহমেদ, তৌসিফ হোসেন, রবিউল ইসলাম রুবেল, শফিকুল ইসলাম বিজয়, অাবুল বাশার, শহিদ ইসলাম সুজন, গোলাম রব্বানী অাবির, নওশিন নাহার অবন্তী, জামাল হোসেন, তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল, হাফিজুল ইসলাম সুমন, মনিরা খাতুন, মাহবুবুর রহমান সহ রংপুর বিভাগের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ২শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম