
লাল দর্পণ।। অপসাংবাদিকতার বিরুদ্ধে ও সময় টেলিভিশনের রংপুরের প্রতিনিধি রতন সরকারকে গ্রেফতারের দাবিতে রংপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২ মে রোববার দুপুরে নগরীর সেন্ট্রাল রোডস্থ জেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে মহানগর জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে। তাকে গ্রেফতারে আবারো ২৪ ঘন্টার আল্টিমেটাম বেঁধে দেয়া হয়েছে। অন্যথায় বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেয়া হয়েছে বিক্ষোভ সমাবেশ থেকে।
উল্লেখ্য যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ভিডিও পোষ্ট ও বক্তব্য দেয়ার অভিযোগে গত ২৫ এপ্রিল রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় সময় টিভির রংপুরের সাংবাদিক মমিতুর রহমান ওরফে রতন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সিটি মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বড়, মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক শান্তি কাদেরী, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ফারুক হোসেন, মহানগর শ্রমিক পার্টির সভাপতি রাজু আহমেদ, মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইয়াছির আরাফাত আসিফ, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ছোট প্রমুখ।
এসময় রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।