যশোর সীমান্তে ৭২.৭৫৯ কেজি স্বর্নের বার সহ ১জন আটক

লাল দর্পণ।। যশোরের শার্শা সীমান্ত থেকে ৭২.৭৫৯ কেজি (৬২৪ টি বার) স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে ৪৯ব্যাটালিয়নের বিজিবি টহল দল। আটক পাচারকারী শার্শার শিকারপুর গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র মহিউদ্দিন (৩৫)।
একাধিক সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৯আগস্ট বৃহস্পতিবার দুপুর দেড়টায় শিকারপুর বিওপিতে কর্মরত হাবিলদার মুকুল হোসেন প্রামানিক এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে মেইন পিলার ২৯ হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নারিকেল বাড়িয়া নামক স্থান হতে ভারতে পাচারকালে ৭২.৭৫৯ কেজি স্বর্ণ (৬২৪ টি বার) ও ১ টি রামদাসহ মহিউদ্দিনকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৩৫,৭৭,০০,০০০/- (পঁয়ত্রিশ কোটি সাতাত্তুর লক্ষ) টাকা।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম