যশোর সীমান্তে আবারো স্বর্ণের বার আটক

লাল দর্পণ ।। আবারো যশোরের বেনাপোল সীমান্তে স্বর্ণের বার সহ ২জন পাচারকারী আটক হয়েছে। ১০আগস্ট শুক্রবার সকাল ৯ টায় ভারতে পাচারের সময় বেনাপোল বাজারের পুকুরপাড় মসজিদের পাশ থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
আটককৃতরা হলেন সফুরা খাতুন (৪৮) ও ইসরাফিল (২৯)। সফুরা খাতুন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের কাশেম আলীর স্ত্রী ও ইস্রাফিল হোসেন ভবেরবেড় গ্রামের ইব্রাহিম হোসেনের পুত্র। তাদের কাছে ৮৬ লাখ টাকা মুল্যের ২ কেজি ওজনের ১১ পিচ স্বর্ণবার পাওয়া যায়।
উদ্ধারকৃত স্বর্ণ বেনাপোল শুল্ক গুদামে এবং আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম