যশোর শহরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায় ও সতর্কতামূলক বার্তা প্রচার

জাকির হোসেন (শার্শা) যশোর প্রতিনিধি।। ‘মাস্ক পরুন, সুরক্ষিত থাকুন’ এ স্লোগানকে সামনে রেখে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনা মোতাবেক ৩ এপ্রিল শনিবার যশোর শহরের সকল গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থলে (দড়াটানা, ঘোপ সেন্ট্রাল রোড, নিউমার্কেট বাবলাতলা, জেল রোড, লেবু তলা, খাজুরা বাজার, পাল বাড়ি মোড়, ভাস্কর্যের মোড়, আরবপুর মোড়, ধর্মতলা, চাঁচড়া চেকপোস্ট, চাঁচড়া বাজার, নতুন বাস টার্মিনাল, আশ্রম মোড়, রেল স্টেশন, রেলগেট, রাসেল চত্বর, হাইকোর্ট মোড় বাজার, বড় বাজার, জজ কোর্ট চত্বর, প্যারিস রোড প্রভৃতি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সকাল থেকে সন্ধা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় হ্যান্ড মাইক এর মাধ্যমে সতর্কতামূলক বার্তা প্রচার করা হয়। এছাড়া সরকারি নির্দেশ অমান্য করে মাস্ক ছাড়া জনসমক্ষে চলাচল করায় মোট ২৮ টি মামলায় ৩৫ জনকে ৭৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে বাসে অধিক যাত্রী ওঠানোর দায়ে একটি মামলায় ৫০০ টাকা জরিমানা করা হয়।

সেই সাথে অভিযান চালানো হয় শার্শা উপজেলায়, সেখানে ০৫ টি মামলায় ১৪০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া অভয়নগর ও চৌগাছা উপজেলায় সচেতনতা তৈরি করতে মাস্ক বিতরণ করতে হয়।

মাস্ক পরা বাদ্ধতামূলক করতে যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সুত্রে জানানো হয়েছে।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম