যশোর-বেনাপোল মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত

জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধিঃ যশোর সদরে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের থাকা চার গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (২৭ জুন) দুপুর একটার দিকে সদর উপজেলার যশোর-বেনাপোল সড়কের মালঞ্চী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় আশঙ্কাজনক একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় না পাওয়া গেলেও তারা চট্টগ্রামের বিভিন্ন এলাকার গরু ব্যবসায়ী বলে জানা গেছে।

যশোরের নাভারণ হাইওয়ের পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেনাপোলের দিকে প্রাইভেটকার ও ট্রাক যাওয়ার সময় মালঞ্চী গ্রামে পৌঁছালে প্রাইভেটকার ট্রাককে ওভারটেক করতে গেলে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাইভেটকারের চার আরোহী ঘটনাস্থলেই নিহত হয়।  একজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তার অবস্থা আশঙ্কাজনক।

প্রতক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতরা সবাই চট্টগ্রামের বাসিন্দা ও গরু ব্যবসায়ী। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে প্রাইভেটকারে করে গরু কিনতে যশোরের শার্শা-বেনাপোল এসেছিলেন।

print
Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম