যশোরে ১০টি চোরাই মোটরসাইকেল ১ জোড়া হ্যান্ডকাফ ও মাস্টার চাবীসহ আটক ৬

যশোর, (শার্শা) প্রতিনিধি।। যশোরে আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্যকে দশটি মোটরসাইকেলসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

১৪ এপ্রিল বুধবার যশোর হামিদপুর এলাকায় অভিযান চালিয়ে প্রথমে তৌহিদুল ইসলাম ও ইয়ার আলী নামে দুই চোর চক্রের সদস্য কে আটক করা হয়। এ সময় পুলিশ সদস্যরা মোটরসাইকেল তালা খোলার মাস্টার চাবি ও দুটি মোটরসাইকেল ও একটি পুলিশের হ্যান্ডকাপ উদ্ধার করে।

পরে তাদের স্বীকারোক্তিতে ১৫ জুলাই জেলার ঝিকরগাছা ও শার্শা উপজেলায় অভিযান চালিয়ে নাজমুল নামে আরো এক চোর চক্রের সদস্যকে একটি মোটর সাইকেলসহ আটক করা হয়। পরে নাজমুলের স্বীকারোক্তিতে ফরিদপুরে অভিযান চালিয়ে  অভিযানচালিয়ে ৬টি মোটরসাইকেলসহ আরও ৩ জন চোর চক্রের সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার শংকরপুর থানার জব্বার আলীর ছেলে মোঃ ইয়ার আলী (৩২), যশোর জেলার শার্শা থানার কাজীরবেড় গ্রামের মোঃ আমিন হোসেনের ছেলে মোঃ তহিদুল ইসলাম (৩১), উভয় জেলার ঝিকরগাছা থানার রঘুনাথপুর গ্রামের সলেমানের ছেলে মোঃ নাজমুল ইসলাম (২১), মৃগা দক্ষিণপাড়ার মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ শরিফুল (২৭), কৃঞ্চনগর গ্রামের আঃ খালেকের ছেলে জাকির হোসেন (৩১) ও ফরিদপুর জেলার কোতয়ালী থানার বাহাদুর পুর গ্রামের মৃত আঃ হাকিমের ছেলে মোঃ ইলিয়াস মোল্লা (৪০)।

১৭ এপ্রিল শনিবার বিকালে যশোর পুলিশ সুপারের দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদমাধ্যমকে তথ্য নিশ্চিত করা হয়েছে।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম