
লাল দর্পণ।। ১০ জুলাই মঙ্গলবার মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর একটি প্রতিনিধি দল যশোরের বেনাপোল আইসিপিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর নিয়মিত আনুষ্ঠানিক রীতি ‘জয়েন্ট রিট্রিট সেরিমনি’ পরিদর্শন করেছেন। সকালে মিয়ানমারের প্রতিনিধি দল ঢাকা থেকে যশোর বিমান বন্দরে এসে পৌঁছলে বিজিবি’র দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: খালেদ-আল-মামুন তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।
৯জুলাই ঢাকায় শুরু হওয়া বিজিবি ও বিজিপি এর সিনিয়র পর্যায়ের সীমান্ত সম্মেলনে যোগদানকারী মিয়ানমারের প্রতিনিধিদলটি উভয় বাহিনীর বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক আস্থা বৃদ্ধির অংশ হিসেবে বেনাপোল আইসিপি পরিদর্শন করলেন। মিয়ানমারের প্রতিনিধিদলের সদস্যরা বেনাপোলে ‘রিট্রিট সেরিমনি’ পরিদর্শনকালে বিজিবি ও বিএসএফ এর বন্ধুত্বপূর্ণ এ আনুষ্ঠানিকতার প্রশংসা করেন।
বুধবার এ প্রতিনিধি দল ঢাকায় ফিরবেন এবং ১২ জুলাই বৃহস্পতিবার সীমান্ত সম্মেলন শেষে মিয়ানমারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।