যশোরের শার্শার শ্যামলাগাছীতে সড়ক দুর্ঘনা। নিহত ২ আহত ৮

এবিএস রনি, শার্শা (যশোর) ।। ২৯ মে মঙ্গলবার ভোরে যশোর-বেনাপোল সড়কের শ্যামলাগাছী তিনমোহনা মোড়ে ঢাকাগামী পরিবহন ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ৮জন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৪টার দিকে শ্যমলাগাছী তিনমোহনা মোড়ে ঢাকাগামী পরিবহন ও নছিমনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রæত ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন। লোকজন ঘটনাস্থলে আসার আগেই ঢাকাগামী পরিবহন দ্রæত ঐ এলাকা ত্যাগ করে চলে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২জন নিহত হন এবং ৮জন আহত হন। নিহত ২জন হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার কুমুরি গ্রামের ফারুক হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (২৭) ও একই গ্রামের নূরআলী সর্দারের ছেলে জিয়াউর রহমান (৩৫)।
আহতরা হলেন- ঝিকরগাছার কুমুরি গ্রামের মনিরুল ইসলামের ছেলে শাওন (১৬), আবুল হোসেনের ছেলে তাজু (১৮), ইয়কুব্বার আলীর ছেলে ইমরান (২০), ফারুক হোসেনের ছেলে জাহিদ (২৪), জাকের আলীর ছেলে কামাল (২৯), জানালী সর্দারের ছেলে আইউব (২৫), ইসমাইল হোসেনের ছেলে ছিদ্দিক (৩০) ও কলারোয়ার কিসমত ইলিশপুর গ্রামের ফজের আলীর ছেলে ইসমাইল (৩০)। আহতরা সকলেই আশংকামুক্ত বলে জানা গেছে।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম