যশোরের বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ চন্দন কাঠ উদ্ধার

এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি।। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের সদস্যরা ৬ ফেব্রæয়ারি বুধবার সকাল ১০ টার দিকে সাদিপুর সীমান্ত থেকে ৫০ কেজি চন্দন কাঠ উদ্ধার করেছে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেননি তারা। উদ্ধারকৃত চন্দন কাঠের মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি।

আইসিপি ক্যাম্প কমান্ডার জানান, গোপন সংবাদে জানা যায়, চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান চন্দন কাঠ এনে সাদিপুর সীমান্তের বেলতলা নামক স্থানে অবস্থান করছে ।

এমন সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের সুবেদার মনিরুজ্জামান, হাবিলদার দেলোয়ার হোসেন, ল্যান্স নায়েক নজরুল ইসলাম ও সিপাহী সিদ্দিকুর রহমান সেখানে অভিযান চালিয়ে ৫০ কেজি চন্দন কাঠ উদ্ধার করেন। তবে বিজিবির উপস্তিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত চন্দন কাঠ বেনাপোল কাস্টমসে জমা দেয়ার কথা জানিয়েছেন বিজিবি ।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম