
জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি।। যশোরের ঝিকরগাছায় ১১০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
১২ অক্টোবর মঙ্গলবার সকালে বেনাপোল-যশোর মহাসড়কের ঝিকরগাছা মল্লিকপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, যশোর জেলার শার্শা থানা এলাকার ধান্যতারা গ্রামের মৃত অজেদ আলী মন্ডল এর ছেলে মনিরুল ইসলাম (৪৮) এবং সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বয়ার ডাংগা গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ সুমন (২৫)।
ডিবি পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি’র এসআই শাহিনুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জেলার ঝিকরগাছা থানাধীন মল্লিকপুর গুচ্ছগ্রামস্থ জনৈক মফিজ এর বসতবাড়ীর সামনে বেনাপোল-যশোর মহাসড়কের উপর থেকে ১১০ বোতল ফেনসিডিলসহ দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই শাহিনুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিকরগাছা থানায় এজাহার দায়ের করেছেন।