যশোরের চৌগাছায় এক শীর্ষ সন্ত্রাসী সহ ২ মাদক ব্যবসায়ী আটক

যশোর জেলা প্রতিনিধি।। যশোরের চৌগাছায় এক শীর্ষ সন্ত্রাসী সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি ধারাল দা, ১’শ বোতল ফেনসিডিল, একশ গ্রাম হেরোইন, একশ’ গ্রাম গাজা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো, ফুলসার ইউনিয়নের আফরা গ্রামের মঙ্গল কসাইয়ের ছেলে চৌগাছা থানার তালিকাভুক্ত অস্ত্র ব্যবসাী টিটো ওরফে ঘ্যানা টিটো এবং একই গ্রামের ইরমান গাজীর ছেলে মনজেল গাজী। চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই এসএম আকিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশের একটি দল ৭ ফেব্রæয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার আফরা এলাকার হাশেমের চাতালের পাশে আনোয়ার আলীর ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান মাদক ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বলেন, আটক টিটোর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে চৌগাছা থানাসহ বিভিন্ন থানায় ১০টির বেশি মামলা রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম