
এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি।। যশোরের শার্শার অগ্রভুলোট সীমান্ত থেকে মালিক বিহীন দুই রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে বিজিবি’র সদস্যরা। ভারত থেকে পাচার হয়ে বাংলাদেশে আসার পথে অগ্রভুলোট সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা হরিশ্চন্দ্রপুর আম বাগানে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করেন। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেননি তারা। ২০ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে শার্শার অগ্রভুলোট সীমান্তের হরিশ্চন্দ্রপুর এলাকা থেকে এ অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্র এনে হরিশ্চন্দ্রপুর গ্রামের পশ্চিম পাড়ার একটি আম বাগানের ভিতর অবস্থান করছে জেনে বিজিবি’র একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে এ অস্ত্র ও গুলি উদ্ধার করেন।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা করা হয়েছে বলেও জানান তিনি।