
লাল দর্পণ।। সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় লালমনিরহাটেও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২২ পলিত হয়েছে। একুশে ফেব্রæয়ারি প্রথম প্রহরে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে বায়ান্ন’র ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদনের জন্য পুস্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিবসটি উদযাপনের কার্যক্রম শুরু হয়। এরপর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাঁদের মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।
একুশে ফেব্রæয়ারি প্রথম প্রহরে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌহিদুর রহমান, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) টি এম এ মমিন, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম পিপিএম, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম সহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনসমূহে সঠিক নিয়মে ও সঠিক মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। প্রভাতে স্ব স্ব প্রতিষ্ঠান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাতফেরী করা হয়। সকাল ১০টায় কালেক্টরেট কলেজিয়েট স্কুলে শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে তাদের সুবিধামত সময়ে মসজিদ/ মন্দির/ গীর্জায় ভাষা শহীদদের জন্য নিজ নিজ ব্যবস্থাপনায় বিশেষ মোনাজাত/ প্রার্থনা করা হয়। বিকাল ৪টায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা, ভাষা সৈনিকদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২১ থেকে ২৩ ফেব্রæয়ারি প্রতিদিন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২২ উপলক্ষ্যে বইমেলা অনুষ্ঠিত হবে।