
জাকির হোসেন,শার্শা প্রতিনিধি।। ভারতে আটকে পড়া ৪৪ জন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী দেশে ফিরেছেন বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত বন্ধের নিষেধাজ্ঞায় তারা আটকে পড়েছিলো। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে অনুমতিপত্র বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে তারা দেশে প্রবেশ করেন। এসময় বাংলাদেশে আটকে পড়া ১৪ জন ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের ভারতে পাঠিয়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকাল ৪টার দিকে ৪৪ বাংলাদেশী কে দেশে নিয়ে আসা ও ১৪ জন ভারতীয় কে ফেরত পাঠানো হয়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, বাংলাদেশ সরকার করোনা সংক্রমণ রোধে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করায় সেখানে আটকে পড়েন কয়েক হাজার বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী। সে সব আটকে পড়া পাসপোর্ট যাত্রীদের নিজ দেশে ফেরত আসতে হলে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে অনুমতিপত্র নিতে হবে।
এছাড়া ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর ল্যাবের
করোনা টেস্টের সনদ নিয়ে দেশে ফেরার নির্দেশনা দেয় বাংলাদেশ সরকার। সেই মোতাবেক সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪৪ জন বাংলাদেশি যাত্রী দেশে ফিরেছেন।
তিনি আরো বলেন, ভারতীয় যাত্রীরা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন থেকে অনুমতি নিয়ে ১৪ জন নিজ দেশে ফিরেছেন। বাংলাদেশে আটকে পড়া ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের ক্ষেত্রেও একই নির্দেশনা জারি করা হয়েছে।
সে সব পাসপোর্টধারী যাত্রীরা দেশে ফিরছেন তাদের বাধ্যতামূলক বেনাপোলের কয়েকটি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার ব্যাবস্থা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।