
লাল দর্পণ।। যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪৭ হাজার ৪০০ পাতা আমদানী নিষিদ্ধ ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৩ সেপ্টেম্বর সোমবার সকালে বেনাপোল ছোট আঁচড়া বাইপাস রোড এলাকায় একটি ইজিবাইক থেকে এসব ঔষধ জব্দ করা হয়।
বিজিবি জানায়, ভারত থেকে পাচার হয়ে আসা আমদানী নিষিদ্ধ একটি ঔষধের চালান নিয়ে বেনাপোল ছোট আঁচড়া বাইপাস রোডে চোরাকারবারীরা অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৪৭ হাজার ৪০০ পাতা ভারতীয় আমদানী নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করে।