বেনাপোল সিমান্তে ১২টি সোনার বার সহ পাচারকারী আটক

শার্শা প্রতিনিধি।। যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১২টি (ওজন ২কেজি ৩শ” ৯৫ গ্রাম) সোনার বার সহ কামরুল হাসান (২০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

১০ ডিসেম্বর শুক্রবার বিকালে সীমান্তের পুটখালী মসজিদ বাড়ি পোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক কামরুল বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তর পাড়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে।

বিজিবি জানায়, গোপন খবরে জানা যায়, পাচারকারীরা ভারতে বিপুল পরিমাণ সোনার বার পাচার করছে। এমন সংবাদে, খুলনা ২১ বিজিবি অধিনস্থ পুটখালী বিওপির সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ১২টি সোনার বারসহ তাকে আটক করে।

আটককৃত সোনার বারের আনুমানিক সিজার মূল্য এক কোটি তেষট্টি লক্ষ তেত্রিশ হাজার নয় শত টাকা।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই-এলাহ জানান, আটক আসামির বিরুদ্ধে স্বর্ন পাচার আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম