বেনাপোল কাস্টমস থেকে তিন চোর আটক

শার্শা উপজেলা প্রতিনিধি।। বেনাপোল কাস্টমস হাউজ থেকে তিন চোরকে আটক করেছে আনছার সদস্যরা।

সোমবার (০৩ মে) গভীর রাতে তাদের আটক করে বেনাপোল কাস্টমস হাউজে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা আনছার সদস্যরা। এসময় তাদের নিকট থেকে একটি নাট খোলার রেঞ্জ উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের আব্দুর রশিদের ছেলে সিহাব হোসেন (২৪), একই গ্রামের ইমারুল হকের ছেলে নয়ন হোসেন (২৬), ও আমিনুর রহমানের ছেলে ইয়ামিন (২৩)।

আটক নয়ন হোসেন বলেন, আমরা ভারত থেকে চাউল নিয়ে আসা ওয়াগন থেকে চাউল চুরি করি। কাস্টমসে চুরি করতে আসি নাই। জিআরপি পুলিশ ধাওয়া করলে আমরা পালাতে বেনাপোল কাস্টমস হাউজে দেয়াল টপকিয়ে প্রবেশ করি। এরপর  সেখান থেকে আনছার সদস্যরা আমাদের আটক করে।

বেনাপোল কাস্টমস হাউজে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনছার এর প্লাটুন কমান্ডার আবুল কালাম আজাদ বলেন, আমাদের আনছার সদস্যরা রাতে কর্তব্য পালন কালে দেখে কাস্টমস হাউজের ভিতর তিন জন অপরিচিত লোক। তখন আরিফুল ইসলাম নামে আনছার সদস্য তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ওয়াগন থেকে চাউল চুরির কথা স্বীকার করে। পুলিশ এর ভয়ে পালাতে তারা কাস্টমসের প্রাচীরের মধ্যে প্রবেশ করে।

তিনি আরো বলেন, আমি এবং আমার সদস্যরা নিরাপত্তার কাজে সার্বোক্ষনিক নিয়োজিত। কোন অপরিচিত লোক দেখলে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে হাউজে প্রবেশের অনুমতি দেই।

এ ব্যাপারে কাস্টমস এর অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল হক বলেন, আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, বেনাপোল কাস্টমস হাউজে প্রায় ১৯ কেজি স্বর্ণ চুরি হয়েছিল প্রায় দেড় বছর আগে। এখনো সেই স্বর্ণ চুরির রহস্য উদঘাটন হয়নি।

print
Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম