বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে কাকিনায় ট্রেন থামিয়ে মানববন্ধন

লাল দর্পণ।। বুড়মারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে লালমনিরহাটের  কাকিনা রেলওয়ে স্টেশনে ট্রেন থামিয়ে মানববন্ধন করেছে স্থানীয় জনগন ।

জানা যায়, ২৭ জানুয়ারী  সোমবার দুপুরে বুড়িমারী- ঢাকা রেলরুটে চলাচলকারী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের কাকিনায় যাত্রা বিরতির দাবিতে ট্রেন থামিয়ে প্রায় ২ ঘণ্টা ধরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  এ অবরোধ ও মানববন্ধনের আয়োজন করা হয় কাকিনা নাগরিক কমিটির পক্ষ থেকে । পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সদস্যরা কাকিনা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ও রেললাইনের ওপর জড়ো হন। পরে তারা লালমনিরহাট থেকে ছেড়ে আসা বিশেষ পর্যবেক্ষণ ট্রেন থামিয়ে তাদের দাবির পক্ষে বক্তব্য ও স্লোগান দিতে থাকেন। পরে ট্রেনে অবস্থান করা বাংলাদেশ রেলওয়ের সরকারী পরিদর্শক ফরিদ আহমেদ, ট্রেন থেকে নেমে এসে স্থানীয়দের সাথে কথা বলে ট্রেনটির যাত্রা বিরতির আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়েছে। কর্মসূচিতে বক্তব্য দেন জানে আলম বুলু, জরিফ উদ্দিন দুলু, সালেহ উদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। বক্তারা বলেন, বি- গ্রেডের রেলওয়ে স্টেশন হওয়া সত্ত্বেও কাকিনায় বুড়িমারী এক্সপ্রেস এর যাত্রা বিরতি নেই। এতে স্থানীয় জনগণের ভোগান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীরা অনতি বিলম্বে লালমনিরহাটের  কাকিনা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবি জানান ।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম