বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের দু’টি কিডনীই নষ্ট

স্টাফ রিপোর্টার ।। লালমনিরহাট পৌরসভাধীন তালুক খুটামারা নিবাসী বীরমুক্তিযোদ্ধা মো: জয়নাল আবেদীন (মুক্তিবার্তা নং- ০৩১৪০১০১৯২, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সনদ নং- ১৪০৮১৫, গেজেট ক্রমিক নং- ৫১) গুরুতর অসুস্থ্য। তার দু’টি কিডনীই নষ্ট হয়েছে। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সুচিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন যার সংস্থান করা তার দরিদ্র পরিবারের পক্ষে সম্ভবপর হচ্ছে না।
বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনকে বাঁচাতে তার দরিদ্র অসহায় পরিবারের পক্ষ থেকে সাহায্যের আবেদন জানানো হয়েছে। তার পারিবারিক মোবাইল নম্বর- ০১৭১০৪৭৭৩৮২।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম