বিদ্বান হওয়ার পাশাপাশি শিক্ষিত হতে হবে –রাবি উপাচার্য

আশিক ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়।। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য এম আব্দুস সোবহান বলেছেন, মানুষ যে সৃষ্টির সেরা জীব সেটা প্রমাণ হয় তার কাজের মধ্যদিয়ে। এজন্য বিদ্বান হওয়ার পাশাপাশি সবাইকে শিক্ষিত হতে হবে। বিদ্বান হওয়া ও শিক্ষিত হওয়া এক নয়। পাশাপাশি খেয়াল রাখতে হবে মেধাবীরা যেন বিপথগামী না হয়।

৪ ফেব্রæয়ারি সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ ও পরিসংখ্যান সমিতি আয়োজিত বিদায় ও কৃতিত্ব পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপাচার্য এম আব্দুস সোবহান আরও বলেন, জীবনের উৎকৃষ্টতম সময় হল ছাত্রজীবন। বিদায় বলতে আমি বুঝি জীবনের এক অধ্যায় থেকে আরেক অধ্যায়ে প্রবেশের মাধ্যমে বাস্তবতার সম্মুখীন হওয়া। জীবনের এ পর্যায়ে হতাশ হলে চলবে না, চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। যারা সাহসী তারাই পারবে এই চ্যালেঞ্জ নিতে। শত বছর বেঁচে থাকার পরও কিছুই করলে না তবে সে জীবন ব্যর্থ।

পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও চৌধুরী মো. জাকারীয়া, বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক খলিলুর রহমান, দুদকের ডেপুটি ডিরেক্টর মো. বেনজির আহমেদ প্রমূখ।

এসময় অনুষ্ঠানে ¯œাতক পর্যায়ে ভালো ফল করায় দুই শিক্ষার্থীকে ‘‘খোন্দকার মনোয়ার হোসেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড’’ এবং ‘‘হোসনেয়ারা হোসেন মেরিট স্কলারশীপ’’ প্রদান করা হয়। পুরষ্কার পাওয়া দুই কৃতি শিক্ষার্থী হলেন ২০১৪-১৫ সেশনের কাদেরী কিররিয়া ও শিলা খাতুন। অনুষ্ঠানে পরিসংখ্যান সমিতির বিদায়ী কমিটি ও সদ্য সাবেক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম