বিজিবি কর্তৃক ফেন্সিডিল সহ আটক জাহাঙ্গীর আলম শাহীন। জামিনে মুক্ত। মানব বন্ধন

লাল দর্পণ।। লালমনিরহাটে সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১১ টায় মিশন মোড় চত্ত¡রে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, ১৫ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের স্বর্ণামতী বেইলী ব্রীজ এলাকায় বিজিবির টহল দল সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীনের নিকট থেকে এক বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার দেখিয়ে তাকে আটক করে মামলা দিয়ে লালমনিরহাট সদর থানায় সোপর্দ করে। পরে তিনি জামিনে মুক্ত হন।

এব্যাপারে সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীনের পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে যে, এক বোতল ফেন্সিডিল গুজিয়ে দিয়ে তাকে আটক করে মিথ্যা মামলা দেয়া হয়েছে এবং তাকে মারধর করা হয়েছে।

এ ঘটনায় লালমনিরহাট ১৫-বিজিবি ব্যাটালিয়নের কুলাঘাট ক্যাম্পের ইনচার্জ হাবিলদার আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ‘আমরা স্বর্ণামতি বেইলী ব্রীজে টহল করছিলাম। এ সময় জাহাঙ্গীর আলম মোটরসাইকেল যোগে লালমনিরহাট শহরের যাচ্ছিলেন। আমরা তাকে থামাই। এরপর তাকে সার্চ করে এক বোতল ভারতীয় ফেন্সিডিল পাই। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে তাকে লালমনিরহাট সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।’ তিনি আরও বলেন ‘আমরা তাকে মারধর করিনি। তিনি হাত ঝটকা-ঝটকি করে পালানোর চেষ্টা করেন। এসময় ধস্তাধস্তিতে হয়তো তাকে আঘাত লেগে থাকতে পারে।’

বিজিবি কর্তৃক সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীন কে দড়ি দিয়ে বেধে নির্যাতন ও ফেনসিডিল দিয়ে গ্রেফতারের প্রতিবাদে ১৭ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১১টায় জেলা শহরের মিশন মোড় চত্ত¡রে ঘন্টাব্যাপী এক মৌন মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে অংশ নেন সাংবাদিক আব্দুর রব সুজন, আবু হাসনাত রানা, আহমেদুর রহমান মুকুল, এস দিলীপ রায় প্রমুখ। এ সময় কুলাঘাট বিশেষ বিজিবি ক্যাম্পের কমান্ডার আনোয়ার হোসেন এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

উল্লেখ্য, জাহাঙ্গীর আলম শাহীন লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা দ্বিমুখী স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক এবং দৈনিক জনকন্ঠ ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি লালমনিরহাট সদর উপজেলার মিশনমোড় ঈমানগঞ্জ এলাকার আব্দুস সালামের ছেলে।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম